সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন(FAQ):
*একদিনে কতগুলো পোষ্ট করতে পারবো?
উত্তর: Unlimited ।
*পোষ্ট সাবমিট করতে গেলে Error দেখায়, সাবমিট হয়না কেন?
উত্তর: সবকিছু Fill Up করার পর সাবমিট করুন (যেমন: শিরোনাম, পোষ্টের বর্ণনা, বিভাগ, ট্যাগ, ছবি)
*কেন পোষ্ট এপ্রুভ না করে ডিলিট করা হয়?
উত্তর: কপি করলে, পোষ্ট ছোট হলে (৪০০ শব্দের কম), অসামাজিক কনটেন্ট হলে। প্রয়োজনে এখান থেকে নীতিমালা পড়ুন।
*পোষ্ট এপ্রুভ হতে এত সময় নেয় কেন?
উত্তর: হ্যাঁ, মাঝেমধ্যে কিছু সময় নিতে পারে- এতে চিন্তার কোন কারন নেই আপনার পোষ্ট যদি নীতিমালা অনুযায়ী হ্য় তাহলে অবশ্যই এপ্রোভ হবে।
*পোষ্টের মূল্য অন্যদের চাইতে কম পাই কেন?
উত্তর: পোষ্টের কোয়ালিটির উপর নির্ভর করে।
*পেইড Task এবং শেয়ার করলে বোনাস পাইনা কেন?
উত্তর: অনেক সময় আমরা লিংক ভেরিফাই করতে গেলে দেখা যায়- লিংক ব্রোকেন অথবা লিংক ডিলিট করা হয়েছে অথবা এমন কোন গ্রুপে বা পেইজে শেয়ার করেন যেখানে মাত্র ১০-৫০ জন মেম্বার। এই ধরনের কোন লিংকের আমরা পে করিনা।
*আমার একাউন্ট ডিলিট করা হলো কেন?
উত্তর: বার পোষ্ট ডিলিট হলে বা কোন নিয়ম একাধিক বার ভঙ্গ করলে বিনা নোটিশে একাউন্ট মুছে ফেলা হবে।
*পেমেন্ট কিভাবে পবো?
উত্তর: বিকাশ এবং রিচার্জ।